অতিথির স্মৃতি - জ্ঞানমূলক প্রশ্ন উত্তর PDF

প্রশ্ন ১ : পাখি চালান দেওয়া কার ব্যবসা?

উত্তর : পাখি চালান দেওয়া ব্যাধদের ব্যবসা।

প্রশ্ন ২ : কাকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতো?

উত্তর : একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতো।

প্রশ্ন ৩ : ‘কী রে, যাবি আমার সঙ্গে?’—এ প্রশ্ন কাকে উদ্দেশ্য করে করা হয়েছে?

উত্তর : এ প্রশ্নটি একটি কুকুরকে উদ্দেশ্য করে করা হয়েছে।

প্রশ্ন ৪ : কার যৌবনে শক্তি–সামর্থ্য ছিল?

উত্তর : কুকুরটির যৌবনে শক্তি–সামর্থ্য ছিল।

প্রশ্ন ৫ : লেখক কাকে অতিথি হিসেবে ঘরে প্রবেশের আমন্ত্রণ জানান?

উত্তর : লেখক একটি কুকুরকে অতিথি হিসেবে ঘরে আমন্ত্রণ জানান।

প্রশ্ন ৬ : আলো নিয়ে কে এসে উপস্থিত হলো?

উত্তর : চাকর আলো নিয়ে এসে উপস্থিত হলো।

প্রশ্ন ৭ : ‘ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও’—কাকে এ আদেশ দেওয়া হয়?

উত্তর : বামুন ঠাকুরকে এ আদেশ দেওয়া হয়।

প্রশ্ন ৮ : বেড়াতে বের হলে লেখকের পথসঙ্গী হয় কে?

উত্তর : কুকুরটি লেখকের পথসঙ্গী হতো।

প্রশ্ন ৯ : মালির বউ কাকে মারধর করে বের করে দিল?

উত্তর : মালির বউ লেখকের অতিথি—কুকুরটিকে মারধর করে বের করে দিয়েছিল।

প্রশ্ন ১০ : কে লেখকের কাছে গোপনে নালিশ জানাতে চেয়েছিল?

উত্তর : কুকুরটি লেখকের কাছে গোপনে নালিশ জানাতে চেয়েছিল।

প্রশ্ন ১১ : কারা দরজা খোলার শব্দে অতিথি পালিয়ে যায়?

উত্তর : চাকরদের দরজা খোলার শব্দে অতিথি (কুকুরটি) পালিয়ে যায়।

প্রশ্ন ১২ : শরীর না সারলেও লেখককে কোথা থেকে বিদায় নিতে হয়?

উত্তর : লেখককে দেওঘর থেকে বিদায় নিতে হয়।

প্রশ্ন ১৩ : সবাই বকশিশ পেলেও কে বকশিশ পেল না?

উত্তর : অতিথি অর্থাৎ কুকুরটি বকশিশ পায়নি।

প্রশ্ন ১৪ : রাত তিনটায় লেখকের ঘুম ভেঙে যায় কেন?

উত্তর : একজনের গলা ভাঙা একঘেয়ে সুরে ভজনের আওয়াজে লেখকের ঘুম ভেঙে যায়।

প্রশ্ন ১৫ : বেনে–বৌ পাখির গায়ের রং কেমন?

উত্তর : বেনে–বৌ পাখির গায়ের রং হলুদ।

প্রশ্ন ১৬ : লেখক বেরিবেরি রোগীদের চিনতেন কীভাবে?

উত্তর : পা ফোলা দেখে লেখক বেরিবেরি রোগীদের চিনতেন।

প্রশ্ন ১৭ : বেনে–বৌ পাখি কোথায় বসে হাজিরা ডাকত?

উত্তর : অতিথিশালার দুই প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালে বসে।

প্রশ্ন ১৮ : দেওঘরে কোন ঘরে পীড়িতদের মধ্যে মেয়ের সংখ্যা বেশি ছিল?

উত্তর : মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়ে বেশি ছিল।

প্রশ্ন ১৯ : লেখক কাকে অতিথি বলেছেন?

উত্তর : লেখক একটি কুকুরকেই অতিথি বলেছেন।

প্রশ্ন ২০ : সন্ধ্যার আগেই কাদের ঘরে প্রবেশ করা জরুরি ছিল?

উত্তর : বাতব্যাধিতে আক্রান্তদের সন্ধ্যার আগেই ঘরে প্রবেশ করা জরুরি ছিল।

প্রশ্ন ২১ : অতিথিশালার বাড়তি খাবারের প্রধান ভাগীদার কে ছিল?

উত্তর : বাগানের মালির স্ত্রী মালিনী ছিল প্রধান ভাগীদার।

প্রশ্ন ২২ : কুকুরটি কখন লুকিয়ে বাড়িতে এসেছিল?

উত্তর : কুকুরটি দুপুরবেলা লুকিয়ে বাড়িতে এসেছিল।

প্রশ্ন ২৩ : বেঁচে থাকা খাবার কে নিয়ে গিয়েছিল?

উত্তর : মালির বউ বেঁচে থাকা খাবার নিয়ে গিয়েছিল।

প্রশ্ন ২৪ : শরৎচন্দ্রের ‘শ্রীকান্ত’ উপন্যাসের খণ্ড কয়টি?

উত্তর : ‘শ্রীকান্ত’ উপন্যাসের খণ্ড চারটি।

প্রশ্ন ২৫ : ‘বেরিবেরি’ কী?

উত্তর : বেরিবেরি হলো এক ধরনের শোথজনিত রোগ, যাতে হাত–পা ফুলে যায়।

প্রশ্ন ২৬ : পাখিদের মধ্যে সবচেয়ে ভোরে ওঠে কোনটি?

উত্তর : দোয়েল পাখি সবচেয়ে ভোরে ওঠে।

প্রশ্ন ২৭ : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাসের নাম লেখ।

উত্তর : দেবদাস।

প্রশ্ন ২৮ : ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বিষয় কী?

উত্তর : মানুষের সাথে মানবেতর প্রাণীর নিখাদ মমত্ব, সহমর্মিতা ও আন্তরিক সম্পর্কই এই গল্পের মূল বিষয়।

Safe Telegram Widget
ফ্রী পিডিএফ ডাউনলোড করতে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন
টেলিগ্রামে যুক্ত হোন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Previous Post
No Comment
Add Comment
comment url