ইউটিউব থেকে কি কি উপায়ে ইনকাম হয়?


ইউটিউব থেকে ইনকামের অনেক সোর্স রয়েছে। এখান থেকে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন। তবে ইউটিউব থেকে ইনকামের মেইন সোর্স হচ্ছে এডসেন্স। আপনার চ্যানেলে মনেটাইজ এর কন্ডিশন পুরণ হলে আপনি এডসেন্স থেকে ইনকাম করতে পারবেন। এই কন্ডিশনটি সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করবো।


এখন আপনি বলতে পারেন এডসেন্স কি?


এখান থেকে কিভাবে ইনকাম হয়?


এডসেন্স হচ্ছে গুগলের একটি বিজনেস মাধ্যম। এখানে গুগল বিভিন্ন কোম্পানির এড নিয়ে তা বিভিন্ন সাইট, অ্যাপস কিংবা ইউটিউব ভিডিওর মাধ্যমে সকলের কাছে প্রচার করে।


আপনি যখন ইউটিউবে মনেটাইজ পাবেন তখন আপনার ভিডিওতে গুগলের এডসেন্স থেকে এডস শো


হবে এবং সেই এডসে যদি কেউ ক্লিক করে তাহলে আপনি সেখান থেকে একটি প্রফিট আপনার একাউন্টে পেয়ে যাবেন। এডস ভিউ হলেও সামান্য কিছুটা প্রফিট পাবেন তবে ক্লিক করলেই মুলত ইনকামটি হয়।


এছাড়াও আরও অনেক ইনকাম সোর্স রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্পন্সর।


স্পন্সর হচ্ছে কেউ আপনার ভিডিওর মাধ্যমে তার চ্যানেল, সাইট, অ্যাপস কিংবা কোন প্রডাক্ট রিভিউ করতে বলবে এর বিনিময়ে তারা আপনাকে কিছু ডলার/টাকা দিবে। স্পন্সর নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে।


এর পর আপনি বিভিন্ন ই-কমার্স সাইটে অ্যাফিলিয়েট একাউন্ট করে, তাদের প্রডাক্টের অ্যাফিলিয়েট লিংক আপনার ভিডিও ডিসক্রিপশনে দিতে পারেন। এর ফলে সেখানে ক্লিক করে কেউ সেই প্রডাক্টটি ক্রয় করলে আপনি একটি প্রফিট সেখান থেকে পাবেন। এ নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। কিংবা আপনার কোন বিজনেস থাকলে তা আপনার ভিডিওর মাধ্যমে প্রচার কিংবা কোন প্রডাক্ট সেল করেও ইনকাম করতে পারেন।


আপনি ইউটিউবে একটি ভালো পর্যায়ে যেতে পারলে অনেকেই আপনার থেকে তাদের বিশেষ বিশেষ কাজগুলো করার জন্য অফার করতে পারে। এর মাধ্যমেও আপনি একটি ভালো পরিমান ইনকাম করতে পারেন।


এছাড়াও আপনি তখন চাইলেই যেকোন বিজনেস দাঁড় করাতে পারবেন। আপনি কোন প্রডাক্ট যদি কাউকে নিতে বলেন কিংবা কোন সাইট ঘুরে আসতে বলেন তাহলে অধিকাংশ মানুষই আপনার সেই কাজটি করবে।


আশা করি ইউটিউব থেকে ইনকামের অনেকগুলো বিষয় সম্পর্কে আপনারা জেনে গেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url