এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্রের ৫ম অধ্যায় শৈবাল ও ছত্রাক নোট ২০২৫-২০২৬ | PDF Download
১। শৈবাল হলো সুকেন্দ্রিক অভাস্কুলার, স্বভোজী, সেলুলোজনির্মিত কোষপ্রাচীরবিশিষ্ট, বন্ধ্যাকোষের আবরণীবিহীন জননাঙ্গধারী উদ্ভিদ।
২। সম্পূর্ণ ভাসমান ক্ষুদ্র শৈবালকে ফাইটোপ্লাঙ্কটন বলে।
৩। শৈবাল বিষয়ে আলোচনা ও গবেষণা করাকে ফাইকোলজি হিসেবে অবহিত করা হয়। একে অ্যালগোলজিও বলা হয়।
81 কোষে অসংখ্য নিউক্লিয়াসবিশিষ্ট শৈবালকে সিনোসাইটিক শৈবাল বলে, যেমন- Vaucheria.
৫। বিশেষভাবে সজ্জিত নির্দিষ্ট সংখ্যক কোষের কলোনিকে বলা হয় সিনোবিয়াম, যেমন- Volvox, Endorina.
৬। পৃথিবীর মোট ফটোসিনথেসিস-এর ৬০ ভাগ করে থাকে শৈবাল।
৭। সূত্রাকার নীলাভ সবুজ শৈবালের ট্রাইকোমের খণ্ডিত অংশকে হরমোগোনিয়া বলে।
৮। ফ্ল্যাজেলাবিহীন স্পোরকে অ্যাপ্ল্যানোস্পোর বলে।
৯। স্পোর সৃষ্টিকারী অঙ্গকে স্পোরাঞ্জিয়াম বলে।
১০। Ulothrix ক্লোরোফাইসি শ্রেণির অন্তর্ভুক্ত শৈবাল।
১১। পাইরিনয়েড হলো প্রোটিনজাতীয় পদার্থের চকচকে দানাদার বস্তু।
১২। বাংলাদেশ থেকে আবিষ্কৃত একটি Ulothrix প্রজাতি হলো U. simplex ।
১৩। জুস্পোর সৃষ্টিকারী অঙ্গ হলো জুস্পোরাঞ্জিয়াম।
১৪। স্ত্রী ও পুরুষ জননাঙ্গ দুইটি পৃথক শৈবালদেহে সৃষ্টি হলে তাকে হেটেরোখ্যালিক শৈবাল বলে। Ulothrix একটি হেটেরোথ্যালিক শৈবাল।
১৫। Ulothrix শৈবাল হ্যাপ্লয়েড।
১৬। ছত্রাক হলো সুকেন্দ্রিক, অভাস্কুলার, অসবুজ, কাইটিন নির্মিত কোষপ্রাচীরবিশিষ্ট উদ্ভিদ।
১৭। ছত্রাক সম্বন্ধে আলোচনা ও গবেষণা হলো মাইকোলজি (ছত্রাকত্ব)।
১৮। উচ্চ শ্রেণির ছত্রাকের মাইসেলিয়াম শক্ত রশির মতো যে গঠন সৃষ্টি করে তাকে রাইজোমর্ফ বলে।
১৯। উচ্চ শ্রেণির উদ্ভিদের মূল বা মূলরোমের অভ্যন্তর বা চারপাশ বেষ্টনকারী ছত্রাক জালিকাকে মাইকোরাইজাল ছত্রাক বলে।
২০। উদ্ভিদ মূল ও সহযোগী ছত্রাকের মধ্যকার মিথোজীবীয় ঘনিষ্ঠতাকে মাইকোরাইজা বলে।
২১। ছত্রাকের খাদ্য গ্রহণ শোষণ প্রকৃতির। খাদ্য পরিপাক হয় দেহের বাইরে এবং পরিপাককৃত খাদ্য হাইফি শোষণ করে দেহাভ্যন্তরে নেয়।
২২। পোষক দেহের অভ্যন্তরে প্রতিটি পরজীবী ছত্রকের হাইফিকে হস্টোরিয়া বলে।
২৩। অসংখ্য শাখা প্রশাখাবিশিষ্ট সূত্রাকার হাইফি দ্বারা গঠিত ছত্রাক দেহকে মাইসেলিয়াম বলে।
২৪। ছত্রাক কোষ প্রাচীরের কাইটিন হলো এক প্রকার পলিস্যাকারাইড।
২৫। যে ছত্রাকের সমস্ত দেহটিই জনন কাজে ব্যবহৃত হয় সেই ছত্রাককে বলা হয় হলোকার্পিক ছত্রাক, যেমন- Synchytrium.
২৬। যে ছত্রাকের দেহের অংশবিশেষ জননকাজে ব্যবহৃত হয় সেই ছত্রাককে বলা হয় ইউকার্পিক ছত্রাক, যেমন- Saprolegnia
২৭। আলুর লেটব্লাইট রোগ হয় Phytophthora infestans নামক ছত্রাক দ্বারা। ১৮৪০ দশকের আইরিশ দুর্ভিক্ষ হয়েছিল আইরিশ আলুর মরকের কারণে যা Phytophthora infestans দিয়ে হয়েছিল।
২৮। মানুষের দাদরোগ হয় Trichophyton নামক ছত্রাক দ্বারা, Microsporum দিয়েও দাদরোগ হতে পারে।
২৯। শৈবাল ও ছত্রাকের সিমবায়োটিক অবস্থানে সৃষ্ট বিশেষ ধরনের উদ্ভিদ হলো লাইকেন।
৩০। লাইকেনের শৈবাল অংশকে ফটোবায়োন্ট বলে, আর ছত্রাক অংশকে মাইকোবায়োন্ট বলে।
৩১। সোরেডিয়াম (বহুবচন-সোরেডিয়া) হলো লাইকেনের অযৌন জনন স্পোর যা শৈবাল অংশকে ছত্রাক অংশ দ্বারা ঘিরে থাকা ক্ষুদ্রাকার দেহ। সোরেডিয়াম বাতাসে চারদিকে ছড়িয়ে পড়ে এবং উপযুক্ত পরিবেশে লাইকেন হিসেবে আত্মপ্রকাশ করে।
৩২। ইসিডিয়াম (বহু বচন ইসিডিয়া) হলো লাইকেনের ঊর্ধ্ব কর্টেক্স দ্বারা আবৃত ক্ষুদ্রাকার অযৌন রেণু।
৩৩। লাইকেনের পুংজননাঙ্গকে স্পার্মাগোনিয়াম এবং স্ত্রীজননাঙ্গকে কার্পোগোনিয়াম বলে।
৩৪। লাইকেনের নিম্নত্বক থেকে উদগত এককোষী রোমকে রাইজাইন বলে।
৩৫। লাইকেনের মৌলিক গঠন প্রধানত তিন প্রকার। যথা- ক্রাসটোজ, ফোলিয়োজ এবং ফুটিকোজ।
৩৬। অনেক লাইকেনে লাইকেনিন নামক কার্বোহাইড্রেট থাকে।
৩৭। রেইনডিয়ার মস প্রকৃত পক্ষে মস নয়; এক প্রকার লাইকেন, নাম Cladonia rangiferina।
৩৮। লাইকেন বায়ু দূষণের নির্দেশক (indicator), কারণ দূষিত বায়ু অঞ্চলে লাইকেনের উপস্থিতি কম হবে।