ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা mcq ২০২৫-২০২৬


সার-সংক্ষেপ

ব্রায়োফাইটা: উদ্ভিদ দেহ লিঙ্গধর (n)। রেণুধর উদ্ভিদ (2n) সবসময় লিঙ্গধর উদ্ভিদের সাথে যুক্ত থাকে। ব্রায়োফাইটার মূল থাকে না। এর পরিবর্তে রাইজয়েড ও শল্ক থাকে। ব্রায়োফাইটার স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপর সম্পূর্ণ নির্ভরশীল এবং হোমোস্পোরাস।


প্রোথ্যালাস: ফার্ন উদ্ভিদের গ্যামিটোফাইটকে প্রোথ্যালাস বলা হয়। হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরোদগমের মাধ্যমে প্রোথ্যালাস সৃষ্টির সূচনা হয়। পূর্ণাঙ্গ প্রোথ্যালাস সবুজ, চ্যাপ্টা, বিষমপৃষ্ঠ এবং হৃৎপিণ্ডাকার। প্রোথ্যালাসের অঙ্কীয়তলে খাঁজের কাছে স্ত্রীজননাঙ্গ সৃষ্টি হয় এবং রাইজয়েডের সাথে মিশ্রিত অবস্থায় পুংজননাঙ্গ সৃষ্টি হয়। পুংরেণু ও স্ত্রীরেণুর যৌন মিলনের মাধ্যমে স্ত্রীজননাঙ্গে জাইগোটের সূচনা হয় এবং জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টির মাধ্যমে স্পোরোফাইটের বৃদ্ধি হলে প্রোথ্যালাস শুকিয়ে যায়।


ফার্ন: টেরিডোফাইটা গ্রুপের Filicineae শ্রেণির উদ্ভিদসমূহকে সাধারণভাবে ফার্ন বলা হয়। ফার্ন স্পোরোফাইটিক উদ্ভিদ। এদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা চলে। ফার্ন উদ্ভিদ অপুষ্পক কিন্তু ভাস্কুলার। ফার্ন উদ্ভিদের পাতা পক্ষল যৌগিক। ফার্নের পাতাকে ফ্রন্ড বলে। কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে। ফার্নের গ্যামিটোফাইটকে প্রোথ্যালাস বলে। বাংলাদেশে বহু প্রজাতির ফার্ন আছে। তার মধ্যে বৃক্ষ ফার্ন অন্যতম। চট্টগ্রাম ও সিলেটের বনে বৃক্ষ ফার্ন পাওয়া যায়। সুন্দরবনে টাইগার ফার্ন পাওয়া যায়। অনেক ফার্ন শাক হিসেবে খাওয়া হয়।


এই অধ্যায়ে দক্ষতা অর্জন


১। ব্রায়োফাইট্স হলো অপুষ্পক, অবীজী, অভাস্কুলার বহুকোষী স্বভোজী উদ্ভিদ যাদের জননাঙ্গ বহুকোষী ও বন্ধ্যা কোষাবরণ দিয়ে আবৃত থাকে।


২। টেরিডোফাইটস হলো অপুষ্পক, অবীজী, ভাস্কুলার, স্বভোজী উদ্ভিদ।


৩। ব্রায়োফাইটস উভচর উদ্ভিদ কারণ স্থলজ ব্রায়োফাইটস-এর জীবচক্রেও কোনো না কোনো পর্যায়েও পানির প্রয়োজন পড়ে।


81 ব্রায়োফাইটস উদ্ভিদসমূহকে হেপাটিকি, অ্যান্থোসিরোটি এবং মাসাই-এই তিনটি শ্রেণিতে বিন্যস্ত করা হয়।


৫। ব্রায়োফাইটের আদি বৈশিষ্টসমূহ হলো: এরা হ্যাপ্লয়েড, অধিকাংশই থ্যালয়েড, সত্যিকার মূলবিহীন, অভাস্কুলার এবং হোমোস্পোরাস।


৬। ব্রায়োফাইটের উন্নত বৈশিষ্ট্যসমূহ হলো: অ্যান্থোসিরোটি শ্রেণির উদ্ভিদের ক্যাপসুলে কলুমেলার উপস্থিতি, স্টোমাটাযুক্ত এপিডার্মিস, ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান।


৭। বাংলাদেশ থেকে আবিষ্কৃত কয়েকটি Riccia প্রজাতির নাম হলো: R.bengalensis, R.dhakensis, R.


৮। chittagonensis. Riccia প্রজাতিসমূহের স্পোরোফাইট সর্বাপেক্ষা সরল, শুধুমাত্র গোলাকার ক্যাপসিউল নিয়ে গঠিত।


৯। Riccia উদ্ভিদের শুক্রাণু দ্বিফ্ল্যাজেলাবিশিষ্ট ও সচল এবং ডিম্বাণু নিশ্চল।


১০। টেরিডোফাইট অপুষ্পক এবং ভাস্কুলার, তাই এদেরকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যা বলা হয়।


১১। স্থলভাগে প্রথম প্রধান্য বিস্তারকারী উদ্ভিদ হলো টেরিডোফাইট।


১২। সূর্যালোকময় স্থানে জন্মিতে পছন্দ করে বলে Pteris-কে সানফার্ন বলা হয়।


১৩। টেরিডোফাইট স্পোরোফাইটিক অর্থাৎ ডিপ্লয়েড। ব্রায়োফাইট গ্যামিটোফাইটিক অর্থাৎ হ্যাপ্লয়েড।


১৪। ফার্নের পাতাকে ফ্রন্ড বলে।


১৫। ফার্নের পাতা মুকুল অবস্থায় কুণ্ডলী পাকানো অবস্থায় থাকে যাকে সারসিনেটভার্নেশন বলে।


১৬। ফার্নের কুণ্ডলীত কচি পাতাকে ক্রোজিয়ার বলে।


১৭। Pteris এর কাণ্ড রাইজোম জাতীয়।


১৮। Preris এর কাণ্ডের ভাস্কুলার বান্ডল হ্যাড্রোসেন্ট্রিক, কারণ এর কেন্দ্রে জাইলেম ও চারদিকে ফ্লোয়েম থাকে। ১৯। Pteris এর ক্যাপসিউল অ্যানুলাস, স্টোমিয়াম এবং বৃত্ত-এই তিনটি অংশ দিয়ে গঠিত।


২০। Pteris উদ্ভিদের গ্যামিটোফাইটের প্রথম কোষ হলো স্পোর।


২১। Pteris তথা ফার্নের গ্যামিটোফাইট হৃৎপিণ্ডাকার, যাকে প্রোথ্যালাস বলা হয়।


২২। ফার্ন প্রোথ্যালাস স্বতন্ত্র, স্বভোজী ও বহুকোষী।


২৩। প্রোথ্যালাসের নিম্নতলে খাঁজের কাছাকাছি আর্কিগোনিয়াম ও নিচের দিকে রাইজয়েডের কাছাকাছি অ্যান্থেরিডিয়াম উৎপন্ন হয়।


২৪। ফার্ন প্রোথ্যালাস সহবাসী (পুং এবং স্ত্রী জননাঙ্গ একই প্রোথ্যালাসে থাকে।)


২৫। Pteris তথা ফার্ন-এর শুক্রাণু সচল ও বহু ফ্ল্যাজেলাবিশিষ্ট।


২৬। Pteris এর স্পোরাঞ্জিয়াম ফল্সইন্ডুসিয়াম দিয়ে ঢাকা থাকে।


বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)

১। নিচের কোন উদ্ভিদের স্পোরোফাইট থ্যালাসে নিমজ্জিত থাকে?


(১) সেমিবারবুলা


(খ) ফুনারিয়া


২। Riccia-এর বৈশিষ্ট্য হলো-


(গ) রিচিয়া


(ঘ) মার্চেন্টিয়া


(i) দেহ গ্যামিটোফাইট ও থ্যালয়েড।


(ii) পরিবহন টিস্যু আছে।


(iii) স্পোরোফাইট সরল এবং গ্যামিটোফাইটের উপর নির্ভরশীল।


নিচের কোনটি সঠিক?


(ক) i ও ii


(খ) i ও iii


উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।


(গ) ii ও iii


করিম সাহেবের বাগানের ভাঙ্গা দেয়ালে একটি গাছ দেখতে পেলেন যার বসন্তের গুঁটির মতো উঁচু উঁচু দেখা যাচ্ছে। এ গাছের কোনো ফুল হয় না। পাতাগুলো যৌগিক এবং পিনার নিম্নতলে


৩। উদ্দীপকের গাছটির আরো বৈশিষ্ট্য হলো-


(i) ভাস্কুলার টিস্যু আছে।


(ii) কচি পাতা কুণ্ডলিত।


নিচের কোনটি সঠিক?


(ক) i ও ii


(খ) i ও iii


(ক) যৌন


(খ) অযৌন


(ঘ) i, ii ও iii


(iii) ফল তৈরি করে।


(গ) ii ও iii


(ঘ) i, ii ও iii


(গ) অঙ্গজ


৪। পাতার পিনার নিম্নতলে বসন্তের গুঁটির মতো বস্তুগুলো কোন ধরনের প্রজননে অংশগ্রহণ করে?


বহুনির্বাচনি প্রশ্নাবলির উত্তরমালা :


১। (গ)


২। (খ)


৩। (ক)


৪। (খ)


সৃজনশীল প্রশ্নের (CQ) নমুনা


১। উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।


রহিম ভেজা মাটি থেকে একটি উদ্ভিদ 'A' এবং ভেজা দেয়াল থেকে একটি উদ্ভিদ 'B' তুলে এনে দেখলো, 'A' উদ্ভিদটির মূল, কাণ্ড নেই, থ্যালাস আছে কিন্তু 'B' উদ্ভিদটি মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। উভয় উদ্ভিদে ফুল হয় না।


(ক) জনুক্রম কী?


(খ) ফার্নের প্রোথ্যালাস সহবাসী কেন?


(গ) উদ্দীপকের 'A' উদ্ভিদটির বৈশিষ্ট্য লেখ।


(ঘ) 'B' উদ্ভিদটি 'A' উদ্ভিদ থেকে উন্নত, ব্যাখ্যা কর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url